• Alhaj Shafi Ullah High School - Slide
  • Alhaj Shafi Ullah High School - Slide
Abu Safiyan, Headmaster

Abu Safiyan

Headmaster

সুপ্রিয় সুধী,
আসসালামু আলাইকুম/আদাব,
আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


একবিংশ শতাব্দীয় চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও সুনাগরিক গড়ে তুলতে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশই আমাদের মূল লক্ষ্য।


আমাদের শিক্ষকবৃন্দ দক্ষ, মেধাবী ও নিবেদিতপ্রাণ। তাঁরা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নের দিকে ও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। অভিভাবকদের সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ আমাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করে তুলেছে।


আমরা বিশ্বাস করি, বিদ্যালয় শুধু শিক্ষাদান কেন্দ্র নয়; বরং একটি মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের সূতিকাগার। তাই এই প্রতিষ্ঠানকে একটি ডিজিটাল, যুগোপযোগী ও শিক্ষাবান্ধব কেন্দ্রে রূপান্তরের জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।


এই ওয়েব সাইটের মাধ্যমে আপনারা বিদ্যালয়ের সকল তথ্য, নোটিশ, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেষ্ঠ ফলাফল অর্জনই করবে না, বরং তারা ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দিতে সক্ষম, সচেতন, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে
নিজেদের গড়ে তুলবে।

আলোর পথেই এগিয়ে চলুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

 

শুভেচ্ছান্তে,
আবু সফিয়ান
প্রধান শিক্ষক
আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়