আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয় একটি স্বপ্ন, একটি অঙ্গীকার যা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে চলেছি সকলের সম্মিলিত প্রচেষ্টায়।
প্রতিষ্ঠালগ্ন থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু একাডেমিক জ্ঞানার্জনের ক্ষেত্র হিসেবেই নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূলবোধসম্পন্ন আদর্শ নাগরিক তৈরির এক অনন্য পাঠশালা হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বতর্মানে শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি, সৃজনশীলতা এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি। আমাদের প্রতিষ্ঠান সেই লক্ষ্যে এগিয়ে চলেছে নিরলস প্রচেষ্টায়।
আমাদের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও পরিচালনা পর্ষদেও সদস্যদের আন্তরিকতা নিষ্ঠা এবং অবদানে বিদ্যালয়টি আজ একটি পরিচিত নাম। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এই স্মারিকা প্রকাশনার মাধ্যমে বিদ্যালয়ের সৃষ্টিশীল কর্মকান্ড, শিক্ষার্থীদের প্রতিভা ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি পাঠকের সামনে তুলে ধরার প্রয়াস হয়েছে। এই প্রয়াস সফল হোক- এটাই আমার প্রত্যাশা।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনের গর্বিত নাগরিক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোর পথে এগিয়ে চলুক আমাদের শিক্ষর্থীরা- এই হোক আমাদের অঙ্গীকার।
শুভেচ্ছান্তে,
তাজোয়ার এম. আউয়াল
সভাপতি, পরিচালনা পর্ষদ
আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়